নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৮, ২ এপ্রিল ২০২১
গাজীপুরে হেফাজত-পুলিশ সংঘর্ষ, আহত ২০

গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
শুক্রবার (২ এপ্রিল) নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে হেফাজতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে হেফাজত কর্মী ও পুলিশসহ ২০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা বলেন, হেফাজতের নেতাকর্মীরা প্রথমে ঈদগাহ মাঠে জমায়েত হন। পরে বিক্ষোভ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। মহাসড়ক ছেড়ে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। তাদের ছোড়া ইট-পাটকেলে অন্তত ১০ জন পুলিশ আহত হন।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন