Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৬, ২ এপ্রিল ২০২১
আপডেট: ০৯:৫৫, ৩ এপ্রিল ২০২১

করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

আতাউর রহমান

আতাউর রহমান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান (৪৫)। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, হালকা জ্বর ও সর্দি নিয়ে গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় যান আতাউর। সেখানে একটি ল্যাবে নমুনা পরীক্ষায় গত ২৯ মার্চ তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র আতাউর রহমান মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৯ জনে। আর গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষায় ৫১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ