Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫২, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫২, ৫ এপ্রিল ২০২১

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৬

উদ্ধারকৃত লঞ্চ

উদ্ধারকৃত লঞ্চ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চডুবির যাওয়ার ঘটনায় আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়। এ সময় ওই লঞ্চের ভিতর থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিআইডিব্লটিএর চেযারম্যান কমডর গোলাম ছাদেক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বেলা ১২টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়। এরপর এর ভেতর থেকে ২১ জনের মরদেহ পাওয়া গেছে। এরপর সোয়া ১টার দিকে উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে চারজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর একজন অজ্ঞাতনামা নারীর মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে রাখা হয়েছে।

হস্তান্তর করা লাশের মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ সদরের মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০), উত্তর চরমসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী সখিনা বেগম (৪৫), একই এলাকার প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫৩), সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার মিথুন মিয়ার স্ত্রী সাউদা আক্তার লতা (১৮)।

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ ঘাট থেকে রোববার সন্ধ্যা ৬ টার দিকে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ওই সময় পেছন থেকে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে  ধাক্কা দিয়ে ভাসিয়ে ৫০ ফুট দূরে ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ