Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪৮, ৯ এপ্রিল ২০২১

অপহরণের পাঁচ দিন পর খাল থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর মরদেহ

মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম

মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম

মাদারীপুরের কালকিনিতে অপহরণের পাঁচ দিন পরে স্বামী ও স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোয়াজ্জেম সরদার (৫৫) ও তার স্ত্রী মাকসুদা বেগম (৫০) কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল এলাকার বাসিন্দা।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে কালকিনি উপজেলার রাজারচর এলাকার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, তারা দুজনেই একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতের খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য পরিবারের সদস্যরা যে যার শয়ন কক্ষে চলে যায়। কিন্তু সকালে নিহতের মেয়ে ঘরের দরজা খোলা দেখে ঘরে গিয়ে বাবা-মা কাউকে দেখতে পায়নি। ধারণা করা হয়েছিল, সেদিন রাত আনুমানিক ৩টার দিকে তাদের চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়।

পরিবারের দাবি, তাদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। এই ঘটনায় কালকিনি থানায় একটি অপহরণ মামলা করা হয়।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, অপহরণের ঘটনায়  থানায় মামলা হয়েছিল। জড়িত চক্রকে ধরার জন্য অভিযান চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ