Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫১, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫১, ১২ এপ্রিল ২০২১

চট্টগ্রামে করোনায় একদিনে মারা গেলেন ৭ জন

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৭ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে সর্বোচ্চ ৫৪১ জনকে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, নগরীর আট ল্যাবে রোববার চট্টগ্রামের ২ হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৫৪১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৪৫২ জন ও এগারো উপজেলার ৮৯ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ২৫ জন, আনোয়ারা, রাউজান ও ফটিকছড়িতে ১৪ জন করে, বোয়ালখালীতে ৮ জন, রাঙ্গুনিয়ায় ৫ জন, সীতাকুন্ড ও লোহাগাড়ায় ৩ জন করে এবং মিরসরাই, বাঁশখালী ও চন্দনাইশে ১ জন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৬০ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৫ হাজার ৯৮৩ জন ও গ্রামের ৮ হাজার ৮৭৭ জন।

জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ জনে। এতে শহরের বাসিন্দা ৩১৫ জন ও গ্রামের ১১৫ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৬৭ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৮৩০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৭৪০ জন ও বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৩০ হাজার ৯০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ