ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট: ২৩:৫৯, ১৩ এপ্রিল ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৫১ জনসহ করোনা আক্রান্ত ৩২শ`র বেশি

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ২৭ জনসহ জেলায় নতুন ৫১ জন লোকের করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩২২৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় ২৮০৪ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। সর্বশেষ জেলায় ৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৯৭ টি রিপোর্টে ৪০ জন ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৫৫ টি রিপোর্টে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সর্বশেষ জেলায় নতুন ৫১ জন শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৭ জন, সরাইল উপজেলায় ০২ জন ও নবীনগর উপজেলায় ০১ জন, আখাউড়া উপজেলায় ০২ জন, বিজয়নগর উপজেলায় ০১ জন, আশুগঞ্জ উপজেলায় ১০ জন, কসবা উপজেলায় ০৬ জন ও নাসিরনগর উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৩২২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৩৬৯ জন, আখাউড়া উপজেলায় ২৪২ জন, বিজয়নগর উপজেলায় ৯৩ জন, নাসিরনগর উপজেলায় ১১৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯৪ জন, নবীনগর উপজেলায় ৪৫৭ জন, সরাইল উপজেলায় ১৬৪ জন, আশুগঞ্জ উপজেলায় ২৮০ জন ও কসবা উপজেলায় ৩০৯ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ২৮০৪ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১১৫৪ জন, আখাউড়া উপজেলায় ২০১ জন, বিজয়নগর উপজেলায় ৮১ জন, নাসিরনগর উপজেলায় ১১২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৭৫ জন, নবীনগর উপজেলায় ৪২৫ জন, সরাইল উপজেলায় ১২৭ জন, আশুগঞ্জ উপজেলায় ২৪৮ জন ও কসবা উপজেলায় ২৮১ জন সুস্থ হয়েছে।
এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৭ জন, আখাউড়া উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮০২১৭ জন। এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৬৬৩৬৪ জন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩২২৫জন আক্রান্তের মধ্যে ২৮০৪জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭২জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৫৮জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ১৪ জন রোগী।
জেলায় ২৭১৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ২৭১০১ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৩২২৫জন আক্রান্ত হয়েছে।
আইনিউজ/নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন