Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২০, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ০০:২৭, ১৯ এপ্রিল ২০২১

১১০ কিলোমিটার রিকশা চালিয়ে অসুস্থ মেয়েকে হাসপাতালে নিলেন বাবা

হাসপাতালে মেয়েকে নিয়ে মো. তারেক ইসলাম

হাসপাতালে মেয়েকে নিয়ে মো. তারেক ইসলাম

ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেলে যেতে অ্যাম্বুলেন্স ভাড়া প্রয়োজন তিন-চার হাজার টাকা। এই খরচ যোগানোর সামর্থ্য নেই দরিদ্র রিকশাচালক বাবার। তাই নিজের  সাত মাসের অসুস্থ সন্তানকে হাসপাতালে নিতে ১১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছেন বাবা। রিকশাচালক সেই বাবার নাম মো. তারেক ইসলাম। তার মেয়ের নাম জান্নাত।

রোববার ঘটনাটি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়। রংপুর মেডিকেলের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন জান্নাতের অবস্থা কিছুটা ভালো বলে জানান তারেক।

শনিবার সকাল ৬টায় অসুস্থ সন্তান জান্নাত ও স্ত্রী সুলতানা বেগমকে সঙ্গে নিয়ে নিজ বাসা থেকে বের হয়ে দুপুর সোয়া তিনটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান তারেক।

রোববার তারেক ইসলামের সংবাদমাধ্যমকে জানান, তার সাত মাসের শিশু সন্তান জান্নাতের রক্ত আমাশয় হওয়ায় গত ১৩ এপ্রিল ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিনও অবস্থার উন্নতি হচ্ছিল না। বরং তা আরো খারাপের দিকে যাওয়ায় চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

তিনি বলেন, ‘পরে রংপুর মেডিকেলে নিতে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে আমি সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু অ্যাম্বুলেন্স নিতে সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া লাগে। আমার মতো একজন রিকশাচালকের জন্য এটা অনেক বেশি।’

তিনি জানান, লকডাউনে আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ থাকায় শনিবার তারেক ও তার পরিবার সিদ্ধান্ত নেন রিকশায় করেই তিনি তার সন্তানকে রংপুর মেডিকেলে নিয়ে যাবেন।

তারেক বলেন, আমাদের মনে হচ্ছিল এ পথ বুঝি শেষ হবে না। তারপর আরো ৭ কিলোমিটার পথ রিকশার প্যাডেল চালিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাই।

তারেক ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলা দক্ষিণ সালন্দর গ্রামের আনোয়ার হোসেনের বড় ছেলে। তিনি পেশায় একজন রিকশা চালক। স্ত্রীসহ সংসারে তার নয় বছর ও তিন বছর বয়সী আরো দুই কন্যা সন্তান রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ