নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৫৭, ২০ এপ্রিল ২০২১
মামুনুলের রিসোর্টকাণ্ডে চাকরি হারালেন ওসি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ আটক হয়ে আলোচনায় আসেন হেফাজতের মামুনুল হক। পরে রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে নিয়ে যায় হেফাজত কর্মীরা। ঘটনার একদিন পর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছিলো। এবার চাকরিই হারালেন এই ওসি।
সোমবার (১৯ এপ্রিল) বিকালবেলা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
তবে কেন চাকরি হারালেন রফিকুল ইসলাম সে বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাকে অবসর দেওয়া হলো। তবে অবসরজনিত সব সুবিধা তিনি পাবেন বলেও জানানো হয়েছে।
এর আগে গত ৩ এপ্রিল সন্ধ্যার দিকে সোনারগাঁর রয়্যাল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ হেফাজতকর্মী রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। পরে সেখান থেকে তাকে পাশের একটি মসজিদে নিয়ে যায় তারা। এ সময় তারা ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে। বিস্তারিত...
ঘটনার একদিন পর ৪ এপ্রিল সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়। তখন জানানো হয় যে রফিকুল ইসলামকে 'জনস্বার্থে' বদলি করা হয়েছে। মামুনুল ইসলামের রিসোর্টকাণ্ডের পরদিন রফিকুল ইসলামকে বদলির বিষয়ে বিস্তারিত...
অবশেষে চাকরিই হারালেন ওসি রফিকুল ইসলাম।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন