Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৫৭, ২০ এপ্রিল ২০২১

মামুনুলের রিসোর্টকাণ্ডে চাকরি হারালেন ওসি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ আটক হয়ে আলোচনায় আসেন হেফাজতের মামুনুল হক। পরে রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে নিয়ে যায় হেফাজত কর্মীরা। ঘটনার একদিন পর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছিলো। এবার চাকরিই হারালেন এই ওসি।

সোমবার (১৯ এপ্রিল) বিকালবেলা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে কেন চাকরি হারালেন রফিকুল ইসলাম সে বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাকে অবসর দেওয়া হলো। তবে অবসরজনিত সব সুবিধা তিনি পাবেন বলেও জানানো হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল সন্ধ্যার দিকে সোনারগাঁর রয়্যাল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ হেফাজতকর্মী রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। পরে সেখান থেকে তাকে পাশের একটি মসজিদে নিয়ে যায় তারা। এ সময় তারা ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে। বিস্তারিত...

ঘটনার একদিন পর ৪ এপ্রিল সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়। তখন জানানো হয় যে রফিকুল ইসলামকে 'জনস্বার্থে' বদলি করা হয়েছে। মামুনুল ইসলামের রিসোর্টকাণ্ডের পরদিন রফিকুল ইসলামকে বদলির বিষয়ে বিস্তারিত...

অবশেষে চাকরিই হারালেন ওসি রফিকুল ইসলাম।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ