কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট: ২২:৫২, ২১ এপ্রিল ২০২১
পুলিশ দেখে অ্যাম্বুলেন্সে গৃহবধূর মরদেহ রেখেই পালালো শ্বশুরবাড়ির লোকজন

প্রতীকী ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুধকুমর নদীর ঘাটে অ্যাম্বুলেন্সে দুই সন্তানের জননীর মরদেহ রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ীর লোকজন। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বাবা উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা কলোনিটারী গ্রামের বেলাল হোসেন জানান, গত ৬ বছর আগে কচাকাটা ইউনিয়নের কামারের চর গ্রামের মন্তাজ হোসেনের ছেলে আলী হোসেন (৩০) এর সাথে বিয়ে হয় তার মেয়ে রহিমা খাতুন (২২) এর। দাম্পত্য জীবনে তার মেয়ে ২ সন্তানের জননী। তার ৪ বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি ছেলে রয়েছে। গত ৩দিন আগে পারিবারিক বিষয়ে তার মেয়ে রহিমার সাথে জামাতা আলী হোসেন ও তার পরিবারের অন্যান্যদের ঝগড়া হয়।
এরপর রহস্যজনকভাবে তার অসুস্থ্যতার কথা বলে আমাদেরকে না জানিয়ে মঙ্গলবার গভীর রাতে তাকে নাগেশ্বরী হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তি করার আগেই সে মারা গেছে। বুধবার তারা তার মেয়ের মরদেহ দুধকুমর নদীর কালীগঞ্জ ঘাটে ওই এ্যাম্বুলেন্সে রেখে পালিয়ে গেছে।
নাগেশ্বরী থানার এসআই সাইফুল জানান, আমরা বুধবার সকালে সংবাদ পেয়ে কালীগঞ্জ ওয়াবদা ঘাটে গিয়ে এ্যাম্বুলেন্সসহ লাশ থানায় নিয়ে যাই। পরে মৃতের বাবা বেলাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা।
নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র মন্ডল জানান, যেহেতু ভিকটিমের বাড়ী কচাকাটা থানায়, সেহেতু এ বিষয়ে কোন মামলা হলে সংশ্লিস্ট থানায় হবে।
আইনিউজ/মনজুরুল ইসলাম/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন