Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৫৪, ২৩ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জে গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ: তদন্ত কমিটি গঠন

কম্পনের ফলে দেয়াল ভেঙে যায়

কম্পনের ফলে দেয়াল ভেঙে যায়

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ভবনটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, যতটুকু মনে হয়েছে গ্যাসের চুলা চালু ছিল। সেখান থেকে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। বড় ধরনের কম্পনের ফলে দেয়াল ভেঙে গেছে। এই দুর্ঘটনায় ১১ জন দগ্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ এ বিষয়ে ফায়ার সার্ভিসও তদন্ত করছে৷ তদন্তে ঘটনার মূল কারণ জানা যাবে।

উল্লেখ্য, শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৬টায় ফতুল্লার পশ্চিম তল্লা জামাই বাজার এলাকায় স্থানীয় মফিজুল ইসলামের তিনতলা বাড়ির তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন।.... বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ