Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪৮, ২৪ এপ্রিল ২০২১

স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ নেত্রী খুন

উমামা বেগম কনক

উমামা বেগম কনক

রাজধানীর মিরপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে উমামা বেগম কনক (৪০) নামে এক আওয়ামী লীগ নেত্রী নিহত হয়েছেন।

উমামা বেগম কনক ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য। মিরপুর ডিওএইচএস ৭৪৩ নম্বর বাসার ৩/ডি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই দম্পতি।

নিহতের স্বজনরা বলছেন, শুক্রবার (২৩ এপ্রিল) রাতের কোনো এক সময় কনককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তার স্বামী। রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা গেছেন।

তার বড় বোন রুমা জানান, কনকের স্বামী ওমর ফারুক দীর্ঘদিন জাপান ছিল। দেশে আসার পর থেকে সে কিছুই করতো না। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ হতো।

তিনি আরও বলেন, গত রাতে ফারুক ধারালো অস্ত্র দিয়ে কনককে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে।

কনকদের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানায় জানানো হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ