Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৪৬, ২৬ এপ্রিল ২০২১

মুসা ম্যানশনে অগ্নিকাণ্ড: দুই আসামি গ্রেফতার

হাজী মুসা ম্যানশনে আগুন

হাজী মুসা ম্যানশনে আগুন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার র‌্যাব মিডিয়া সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মামলার দুই ও তিন নম্বর আসামি মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফা। তাকে যথাক্রমে ঢাকা ও বগুড়া থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকাল ৪ টায় আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামের ওই ছয়তলা ভবনটির নিচতলায় আগুন লাগে।  এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ওই ভবনের নিরাপত্তারক্ষী ও‌লিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং ও‌লিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন। এছাড়া আহত হন অন্তত ২১ জন।...বিস্তারিত

পরে শুক্রবার (২৩ এপ্রিল) বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মুসা ম্যানশন ভবনের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতানামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ