Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৪৫, ২৮ এপ্রিল ২০২১

`জান্নাতে যাওয়ার` কথা বলে কিশোরীকে বিয়ে করে ইমামের নির্যাতন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেয়েকে বিয়ে দিলেই জান্নাত পাওয়া যাবে। এমন ফতোয়া দিয়েই এক বিধবা নারীর কিশোরী মেয়েকে বিয়ে করেছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার এক ইমাম। 

মিঠাপুকুর উপজেলার মামুদের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে এলাকাবাসীরা গণমাধ্যমকে জানায়, লালমনিরহাট জেলার কাকিনা উপজেলা এলাকার মোতালেব হোসেন নামের এক ব্যক্তি রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের মামুদেরপাড়া গ্রামে এক বাড়িতে কয়েক বছর ধরে লজিং থেকে এ গ্রামের মসজিদে ইমামতী করার পাশাপাশি মক্তবে ছেলে-মেয়েদের প্রতিদিন আরবি- শিক্ষা দেন। এ সুবাদে গ্রামের বিধবা নারীর একমাত্র কিশোরী কন্যার ওপর লোলুপ দৃষ্টি পড়ে ইমাম মোতালেব হোসেনের। 

ওই কিশোরীর স্বজনরা বলেন, ইমাম সম্প্রতি ওই বিধবা নারীর আত্মীয় আ. জলিলসহ গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে তার বাসায় যায়। সেখানে মসজিদের ইমাম মোতালেব ফতোয়া দেয়।

বিধবা নারীকে ইমাম বলেন, তার দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়েকে ইমামের সঙ্গে বিয়ে দিলে নিশ্চিত তিনি জান্নাতে যাবেন। এমন মন ভোলানো কথা বলে বিধবাকে ম্যানেজ করে তার (১৪) বছর বয়সী নাবালিকা মেয়েকে গত শুক্রবার (২৩ এপ্রিল) ইমাম বিয়ে করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিয়ের পর মসজিদের ইমাম নাবালিকা মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায়।  নির্যাতনের মুখে মেয়েটি পালিয়ে তার মায়ের কাছে এসে তার ওপর ইমামের নির্যাতনের বর্ণনা দেয় এবং বলে সেখানে আর যাবে না। বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকেরা ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মরিয়া হয়ে ওঠে। 

নাবালিকা মেয়েকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ে করার ঘটনা নিয়ে মসজিদের ইমাম মোতালেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর উপজেলা পরিষদে লিখিত অভিযোগ করা হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ