Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২০:২৮, ২২ আগস্ট ২০২১

রাজধানীর ৫৬ ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার পাশাপাশি দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে রাজধানী ঢাকার এডিস মশার ঘনত্ব কোন কোন এলাকায় বেশি তা উঠে এসেছে। রাজধানীর ৫৬ ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে।

রোববার (২২ আগস্ট) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।

জরিপের পরিসংখ্যান থেকে জানা গেছে, ঢাকা দক্ষিণের ৩০টি এবং উত্তরের ২৬টি ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বাসাবো ও গোড়ান এলাকাকে।

কোনো এলাকায় এডিস মশার ঘনত্ব পরিমাপের একক ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি হলেই তাকে ঝুঁকিপূর্ণ উপস্থিতি বলা যায়। জরিপে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বাসাবো ও গোড়ান এলাকার ব্রুটো ইনডেক্স ৭৩ দশমিক ৩।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় গত ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১০ দিন ধরে জরিপ চলে।

রবিবার সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল উপস্থাপন করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উপব্যবস্থাপক ডা. আফসানা আলমগীর খান। তিনি জানান, রাজধানীর দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের ১০০টি স্থানে জরিপ চালানো হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরের ৪১টি এবং দক্ষিণের ৫৯টি।

জরিপের সময় এসব এলাকার তিন হাজারটি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। দুই হাজার ৪১২টি বাড়ি ও স্থাপনায় এইডিস মশা পাওয়া যায়নি। ৫৮৮টি স্থানে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে। অর্থাৎ মোট পরিদর্শন করা বাড়ির ১৯ দশমিক ৬০ শতাংশে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।

জরিপের তথ্যমতে, যতগুলো বাড়ি পরিদর্শন করে মশার উপস্থিতি পাওয়া গেছে শতকরা ১৯ দশমিক ৬০ শতাংশ বাড়ির মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত বছরের চেয়ে এ বছর মশার উপস্থিতি বেশি। এ বছর ডিএসসিসির ৩০টি এবং ডিএনসিসির ২৬টি এলাকার ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি পাওয়া গেছে।

২০২০ সালের জরিপে ডিএসসিসির ১৭টি এবং ডিএনসিসির নয়টি এলাকার ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি পাওয়া গিয়েছিল।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

জানেন কি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার ভয়াবহতা? কিভাবে এড়াবেন মশাবাহিত এসব রোগ?

ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি? কেন হয়? কিভাবে প্রতিরোধ করবেন?

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ