Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৯:২৮, ২৪ মার্চ ২০২৩
আপডেট: ১৯:৩১, ২৪ মার্চ ২০২৩

কিশোরগঞ্জ জেলার আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি‌ ২০২৩

প্রতিটি জেলার মত আজকে আমরা আপনাদের জন্য দিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি‌ নিয়ে। সূর্য উদয় এবং সূর্য অস্তের ওপর নির্ভর করে এলাকা ভেদে এই সময়ের তারতম্য ঘটে থাকে। ‌ তাই সেই অঞ্চলের মানুষের উচিত ওই অঞ্চলের ভৌগোলিক সময়ের উপর নির্ধারণ করে সেহরি এবং ইফতার খাওয়া।

বর্তমানে রমজান মাস চলছে। মুসলমানদের জন্য এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ আল্লাহ তায়ালা এ মাসে বেশি বরকত দান করেছেন। মুসলিমদের সবচেয়ে গুনাহ মাফ করার জন্য ভাগ্য রজনী রাত শবে কদর এই মাসেই। মুসলমান রয়েছি তারা এ মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবে এবং সন্তুষ্টি অর্জন করব। ‌

কিশোরগঞ্জ জেলার আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩

প্রত্যেক মুসলিম ভাই ভাই। ‌ এ সময় দেখা যায় অনেক গরিব অভাবে মানুষেরা রোজা রাখে অনেক কষ্ট করে। ‌তারা ঠিকভাবে তিন বেলা খেতে পারে না। অথচ যারা বিত্তবান রয়েছে তারা ইফতারের সময় নানা ধরনের খাবার খেয়ে থাকি। ‌রমজানের শুধু নামাজ এবং সালাত আদায় করলে হবে না।‌ একই সঙ্গে প্রতিবেশীর হক আদায় করতে হবে। ‌ এ সময় যারা অভাবে রয়েছে তাদেরকে নিয়ে একসঙ্গে ইফতার করলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করেন। একজন ব্যক্তিকে ইফতার করালে আল্লাহ তায়ালা ঐ সমপরিমাণ সওয়াব তার বান্দাকে দিয়ে থাকেন। 

তাই আমরা এ সময় প্রতিবেশীদের এবং গরিবদের হক আদায় করব। ‌আর নিজেকে সংযত রাখব সকল পাপ কাজ থেকে। যাতে করে আমাদের ঈমানের প্রতি কোন আঘাত না হানে। ‌

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়