Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৮ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ৪ জুলাই ২০২০

বর্ষসেরা ব্রিটিশ চিকিৎসক সিলেটের ফারজানা

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ২৭৬ জন। যাদের মধ্যে মারা গেছেন ৪৪ হাজার ১৩১ জন।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা দিয়ে বর্ষসেরা চিকিৎসক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক সিলেটের ফারজানা হোসেইন।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস- এনএইচএস এই ঘোষণা দিয়েছে। এমনকি যুক্তরাজ্যের লন্ডনে পিকাডিলি সার্কাসের সামনে তাকে নিয়ে বিলবোর্ড টানানো হয়েছে।

ব্রিটেনের সাটারস্টক ডটকম ছবিটি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বিলবোর্ডটির সামনেই দাঁড়িয়ে রয়েছেন ফারজানা হোসেইন।

ডা. ফারজানা হোসেইন এবং তার টিম করোনা মহামারিতে ব্রিটেনের রোগীদের চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ডা. ফারজানা হোসেইন ১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত। তার বাবা ১৯৭০ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। 

বর্তমানে দুই কন্যা সন্তানের জননী ডা. ফারজানা হোসেইন যুক্তরাজ্যের ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব প্রাইমারি কেয়ারের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করায় তার লক্ষ্য বলে জানিয়েছেন ডা. ফারজানা হোসেইন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়