Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১২:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২১

প্রশাসনের দেয়া হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান জাবি শিক্ষার্থীদের

হলের সামনে জাবি শিক্ষার্থীরা

হলের সামনে জাবি শিক্ষার্থীরা

তালা ভেঙে আবাসিক হলে অবস্থান নেয়া জাবির শিক্ষার্থীরা প্রশাসনের দেয়া হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়।

কিন্তু শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তার কারণে তারা হলে অবস্থান নিয়েছেন এবং প্রশাসনের আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার হুমকিতে তারা হল ছেড়ে যাবেন না।

হল ত্যাগের ওই নির্দেশনার প্রেক্ষিতে পাল্টা কর্মসূচির লক্ষ্যে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে একত্রিত হয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়। পরদিন শনিবার দুপুরে হলের তালা ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন:

১. জাবি শিক্ষার্থীদের ওপর গেরুয়াবাসীর হামলা, আহত ৪০

২. জাবি শিক্ষার্থীদের ওপর গেরুয়াবাসীর হামলা: ২৫০ জনের বিরুদ্ধে মামলা

Green Tea
সর্বশেষ