জাবি প্রতিনিধি
আপডেট: ১২:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২১
প্রশাসনের দেয়া হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান জাবি শিক্ষার্থীদের

হলের সামনে জাবি শিক্ষার্থীরা
তালা ভেঙে আবাসিক হলে অবস্থান নেয়া জাবির শিক্ষার্থীরা প্রশাসনের দেয়া হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়।
কিন্তু শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তার কারণে তারা হলে অবস্থান নিয়েছেন এবং প্রশাসনের আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার হুমকিতে তারা হল ছেড়ে যাবেন না।
হল ত্যাগের ওই নির্দেশনার প্রেক্ষিতে পাল্টা কর্মসূচির লক্ষ্যে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে একত্রিত হয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়। পরদিন শনিবার দুপুরে হলের তালা ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা।
আইনিউজ/এসডিপি
১. জাবি শিক্ষার্থীদের ওপর গেরুয়াবাসীর হামলা, আহত ৪০
২. জাবি শিক্ষার্থীদের ওপর গেরুয়াবাসীর হামলা: ২৫০ জনের বিরুদ্ধে মামলা
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক