নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
‘কথা রাখার আশ্বাস উচ্চমহলের, বাস্তবায়ন না হলে হবে বিশ্বাসঘাতকতা’

অনশন ভাঙানোর পর প্রেস ব্রিফিংয়ে মুহাম্মদ জাফর ইকবাল
শাবি ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে প্রায় ১৬২ ঘন্টা ধরে অনশন করার পর অবশেষে ড. মুহাম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হকের চেষ্টায় তা ভাঙতে সম্মত হোন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে মুহাম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের সামনে এ ব্যাপারে তার মতামত তুলে ধরেন।
তিনি বলেন, ‘ছেলেমেয়েদের এ আন্দোলন থামাতে যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে সেটা অমানবিক, নিষ্ঠুর ও দানবীয়। শিক্ষার্থীদের নামে মামলা দিয়ে কোর্টে চালান দেওয়ার মত নিন্দনীয় বিষয় আর নাই। আসার আগে আমার সঙ্গে সরকারের অনেক উচ্চমহল থেকে কথা বলেছে। আমি তাদের অনুরোধ করব, তারা আমাকে যে কথা দিয়েছেন সে কথাগুলো যেন রক্ষা করেন। আমি আর এই ছাত্রদের ভেতর কোনো পার্থক্য নাই।’
‘আমাকে যে কথাটা দিয়েছেন তা যদি রক্ষা করা না হয়, তাহলে বুঝে নেব তারা শুধু ছাত্রদের সঙ্গে নয়, আমার সঙ্গে এবং এই দেশের যত প্রগতিশীল মানুষ আছে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কাজেই আমি আশা করব তারা যেন আমাকে যে কথা দিয়েছেন সে কথাগুলো রাখেন।’
শাবির সাবেক অধ্যাপক জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙলেও শিক্ষার্থীরা ভিন্ন পথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য যে, ঢাকা থেকে মঙ্গলবার রাতে রওনা দিয়ে ভোরের আগে ক্যাম্পাসে পৌঁছান বিশ্ববিদ্যালয়টির সাবেক দুই অধ্যাপক।
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩