বিনোদন ডেস্ক
আত্মসমর্পণ করে জামিন পেলেন সঙ্গীতশিল্পী মিলা

মিলা
প্রাক্তন স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সঙ্গীতশিল্পী মিলা।
বুধবার ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক দিলারা আলো চন্দনার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মিলা। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি মিলা ও তার সহযোগী কিম জন পিটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই তাদের দুজনকেই খুঁজছিল পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ জুন প্রাক্তন স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত হন সংগীত শিল্পী মিলা ও তার সহযোগী কিম। এরপর ২০২০ সালের ৩০ ডিসেম্বর সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে।
পরবর্তীতে চলতি বছরের ২৮ জানুয়ারি ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল ওই চার্জশিট আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পলাতক থাকায় ক্রোকি পরোয়ানা জারি করেন।
২০১৯ সালের জুলাই মাসে মিলার সহযোগী কিম ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাসা থেকে গ্রেফতার হন। পরবর্তীতে জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি। অপরদিকে মিলা এই মামলার ১ নম্বর আসামি।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
- আগামীকাল লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী
- চিত্রনায়ক শাহিন আলম এখন কাপড় ব্যবসায়ী
- রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ
- সমরজিৎ রায়ের ‘মেঘবালিকা’ গানে প্রথমদিনেই বাজিমাত, দর্শকমুগ্ধতা
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর
- ৭৭ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্রের করোনা জয়
- জন্মদিনে জানা অজানার সমরজিৎ রায়
- ‘সেক্সি’, ‘সাহসী’ তকমায় ক্লান্ত হয়ে বলিউড ছাড়লেন রিয়া সেন
- সুশান্তের বাড়িতে অশ্রুসিক্ত অঙ্কিতা