বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:৫৫, ৭ এপ্রিল ২০২১
খোলা আকাশের নিচে শপথ নিলেন পরিচালক সমিতি

শপথ নিচ্ছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য নির্বাচিত কমিটি
করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে সরকার। যার মধ্যে অন্যতম জনসমাগম এড়িয়ে চলতে হবে। তাইতো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য নির্বাচিত কমিটি শপথ নিয়েছে এক অভিনব পদ্ধতিতে।
করোনা প্রতিরোধে খোলা আকাশের নিচে শপথ নিয়েছেন সদ্য নির্বাচিত কমিটি। বেলা সাড়ে ১২টার দিকে বিএফডিসিতে অবস্থিত পরিচালক সমিতির অফিসে হাজির হয়ে নতুন সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু।
এরপর সোহান এফডিসির শহীদ মিনার চত্বরে অন্য নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি করোনার স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন।
গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয় সমিতির দুই বছর মেয়াদী কমিটির নির্বাচন। এতে সভাপতি সোহানুর রহমান সোহান আর মহাসচিব হিসেবে নির্বাচিত হন শাহীন সুমন।
সহ-সভাপতি ছটকু আহমেদ, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, অর্থ-সচিব মো. সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব হলেন আনোয়ার সিরাজী।
১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন যথাক্রমে- পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।
আইনিউজ/এসডিপি
- আগামীকাল লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী
- চিত্রনায়ক শাহিন আলম এখন কাপড় ব্যবসায়ী
- রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর
- সমরজিৎ রায়ের ‘মেঘবালিকা’ গানে প্রথমদিনেই বাজিমাত, দর্শকমুগ্ধতা
- ৭৭ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্রের করোনা জয়
- জন্মদিনে জানা অজানার সমরজিৎ রায়
- ‘সেক্সি’, ‘সাহসী’ তকমায় ক্লান্ত হয়ে বলিউড ছাড়লেন রিয়া সেন
- ‘স্ফুলিঙ্গ’তে তৌকীরের চমক পিন্টু ঘোষ