Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৯ মার্চ ২০২৪

মারা গেলেন বিখ্যাত সরলতার প্রতিমা গানের শিল্পী খালিদ

নব্বই দশকের জনপ্রিয় শিল্পী ‘চাইম’ ব্যান্ডের ভোকাল খালিদ।

নব্বই দশকের জনপ্রিয় শিল্পী ‘চাইম’ ব্যান্ডের ভোকাল খালিদ।

বাংলা গানের জগতে যারা নিয়মিত শ্রোতা তাঁরা 'সরলতার প্রতিমা' গানটি শোনেননি এমন পাওয়া যাবে না। গানটি এতোটাই জনপ্রিয় যে এখনো সমানতালে নিজেদের প্লেলিস্টে বাজান এই গান। গানটি গেয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় শিল্পী ‘চাইম’ ব্যান্ডের ভোকাল খালিদ। তিনি মারা গেছেন।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। তার মরদেহ এখন গ্রিন রোডের একটি হাসপাতালে রয়েছে।

‘হিমালয়’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ‘কোনো কারণেই’, ‘আবার দেখা হবে’, ‘হয়নি যাবারও বেলা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ। এছাড়াও বহু শ্রোতানন্দিত গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন এই সংগীত শিল্পী।

গোপালগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ ভোকালিস্ট হিসেবে ‘চাইম’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়