Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ৩১ অক্টোবর ২০২২

চাঁদ না থাকলে পৃথিবীতে ঘটতো এই অদ্ভুত ঘটনাগুলো!

প্রতিকৃতি- আইনিউজ

প্রতিকৃতি- আইনিউজ

এটা আমরা সকলেই চাঁদ আমাদের একমাত্র উপগ্রহ। আর এই চাঁদের অবস্থান পৃথিবী থেকে মাত্র ৩ লাখ ৮৪ হজার ৩৯৯ কিলোমিটার দূরে। পৃথিবীর একমাত্র এই উপগ্রহটি সাড়ে চার বিলিয়ন বছর ধরে সুখে-দুঃখে পৃথিবীর সঙ্গেই রয়েছে। যদিও আগে ধারণা করা হতো পৃথিবী ও চাঁদের বয়স সমান। তবে সম্প্রতি সময়ে বিজ্ঞানীরা বের করেছেন পৃথিবীর থেকে চাঁদ প্রায় ৮৫ মিলিয়ন বছর ছোট।

কিন্তু কী হবে যদি হঠাৎ একদিন চাঁদ অদৃশ্য হয়ে যায়? বা যদি চাঁদ নামের এই উপগ্রহটি না থাকতো তাহলে কেমন দেখাতো আজকের বিশ্বকে? কেমন হত একেকটি রাত ও দিন ভেবেছেন কি?

হঠাৎ করে একদিন পৃথিবীর আকাশ থেকে চাঁদ যদি উধাও হয়ে যায় তাহলে সর্বপ্রথম এবং অবশ্যই যে পরিবর্তন আমরা লক্ষ্য করবো সেটা হলো পৃথিবীর রাত। চাঁদ আছে বলেই আমরা রাতের বেলা জোছনার আলো পাই। রাতের বেলা সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে যার ফলে পৃথিবী রাতের বেলা আলোকিত হয়। কিন্তু এই চাঁদ না থাকলে আমাদের রাত হবে নিকষ কালো অন্ধকার।

চাঁদ না থাকলে জোয়ার-ভাটা হতো না!
তবে চাঁদ না থাকলে শুধু আমাদের রাতের জীবনে পরিবর্তন আসবে না। চাঁদ না থাকলে আমাদের দিনের ও পরিবর্তন ঘটবে। চাঁদ না থাকলে পৃথিবীতে জোয়ার ভাটা হতো না। আমরা দেখতে পারতাম না সমুদ্রের বিশাল বিশাল ঢেউ।

পৃথিবী যেমন চাঁদকে মহাকর্ষীয় বলে টানে তেমনি চাঁদও পৃথিবীর উপর মহাকর্ষীয় বলের প্রভাব খাটায়। চাঁদ এর মহাকর্ষীয় বলের কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কম থাকে। চাঁদের এই মাধ্যাকর্ষনজনিত বলের কারণে সমুদ্রের পানি ফুলে উঠে এবং সেই পানিতে বাতাস লাগে ফলে ঢেউয়ের সৃষ্টি হয়।

পৃথিবীর আবর্তনের কারণে সমুদ্র যখন চাঁদের দিকে আসে তখন চাঁদের আকর্ষনে সেখানে উচ্চ জোয়ারের সৃষ্টি হয় তখন ঠিক তার বিপরীতে তখন নিম্ন জোয়ারের সৃষ্টি হয়। এবং বাকি দুই পাশে তখন ভাটার সৃষ্টি হয়।

পৃথিবী যেহেতু ঘুরছে তাই পৃথিবীর ঘূর্ণনের কারণে জোয়ার ভাটার ও পরিবর্তন হয়। যদি চাঁদ না থাকে তাহলে বর্তমান উচ্চ জোয়ারগুলো প্রায় তিন ভাগের এক ভাগের মতো হবে এবং নিম্ন জোয়ারগুলো আরো নিম্ন হবে। ফলে জোয়ার ভাটার উপর নির্ভর করে বেঁচে থাকে সেগুলোর উপর মারাত্মক প্রভাব পড়বে।

বেড়ে যাবে পৃথিবীর গতি!
চাদেঁর মহাকর্ষ বলের কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কম থাকে যদি চাঁদ না থাকে তাহলে পৃথিবীর ঘূর্ণন গতি অনেক বেড়ে যাবে এবং এর ফলে আমাদের দিনের সময়সীমা কমে যাবে।

তাই যদি চাঁদ হঠাৎ অদৃশ্য হয়ে যায় তবে আমাদের দিন ২৪ ঘণ্টার জায়গায় হয়ে যাবে ৬ অথবা ১২ ঘণ্টা! ফলে আমাদের সৌরবছর এর দিন সংখ্যা ও বেড়ে যাবে।

ঋতুচক্রেও দেখা দেবে পরিবর্তন
চাঁদ না থাকলে আমাদের ঋতুচক্রের ও পরিবর্তন ঘটবে। আমরা জানি পৃথিবী তার অক্ষে ২৩.৫° কোনে হেলে আছে। কিন্তু চাঁদ যদি না থাকতো তাহলে পৃথিবী তার অক্ষে এতটা স্থির থাকতে পারতো না। যেমন মঙ্গলগ্রহ তার অক্ষে প্রায় ২৫° থেকে ৩৫° কোনে হেলে থাকে।

চাঁদ না থাকলে পৃথিবী ও হয়তো এরকম হেলে থাকতো। চাঁদ পৃথিবীর একটা ঢালের মতো কাজ করে। এটি যে কোনো প্রকারের গ্রহাণুর হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। যদি চাঁদ না থাকে তাহলে সব আঘাত পৃথিবীরই সহ্য করতে হবে।

যদি একদিন চাঁদ অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবী থমকে যাবে। থমকে যাবে পৃথিবীর সকল প্রাণীকুল ও জীবকুল। চাঁদের অনুপস্থিতিতে প্রভাব ফেলবে সমুদ্রের জোয়ার ভাটায়। প্রভাব পড়বে দিনের সময়সীমাতে। চাঁদ না থাকলে রাত হবে নিকষ কালো অন্ধকার,পৃথিবী তার ঋতুর বৈচিত্র্যময়তা হারাবে।

দেখা হবে না পূর্ণিমা
চাঁদ না থাকলে পৃথিবীতে আর পূর্নিমা আসবে না। মায়াবী চাঁদের দিকে তাকিয়ে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আর কবিদের কবিতা লেখা হবে না। পৃথিবী হয়ে যাবে রিক্ত, হয়ে যাবে মলিন, পৃথিবী হয়ে যাবে বন্ধু ছাড়া শূন্য এক গ্রহ শুক্র এর মত। পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগোতে থাকবে।

আইনিউজ/এইচএ

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়