ইমরান আল মামুন
আপডেট: ২১:২৮, ৫ মে ২০২৩
অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩
পাসপোর্ট বিষয়ক আলোচনায় আজকে রয়েছে ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে। আজকের আর্টিকেলে আপনারা জানতে পারবেন পাসপোর্ট এর অবস্থা জানতে, পাসপোর্ট তৈরি করার নিয়ম, পাসপোর্ট সংশোধন ইত্যাদি।
অর্থাৎ আজকের আলোচনায় রয়েছে প্রায় পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্যগুলো। অনেকেই আবার পাসপোর্ট এবং ভিসার মধ্যে গুলিয়ে ফেলে। প্রকৃতপক্ষে দুইটি সম্পূর্ণভাবে আলাদা ডকুমেন্ট। নিচে থেকে আজকের আলোচনার প্রসঙ্গ বিস্তারিত জেনে নেই।
পাসপোর্ট এর নিয়মাবলী
শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকলেই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে। যেমন অপ্রাপ্তবয়স্কদের অনলাইন জন্ম নিবন্ধন , প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে আবেদন করতে হবে। প্রায় বাকি সকল বিষয়গুলোর মিল রয়েছে। তবে অপ্রাপ্তবয়স্কদের প্রয়োজন হতে পারে বাবা-মার জাতীয় পরিচয় পত্র।
ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩
বাংলাদেশের যে কোন নাগরিক অনলাইনের মাধ্যমে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্র পরবর্তী সময়ে নিজস্ব পাসপোর্ট অফিসে তার জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসহ। কিভাবে ঘরে বসেই পাসপোর্ট এর জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত তথ্য জানতে নিচের আর্টিকেলে প্রবেশ করুন।
ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩
বিভিন্ন কারণে আমাদের পাসপোর্ট চেক করার প্রয়োজন হয়ে থাকে। যেমন আমাদের পাসপোর্ট এর আবেদন করার পর কোন পর্যায়ে রয়েছে তা জানতে, অথবা কারো পাসপোর্ট ভেরিফাই করতে ইত্যাদি কারণে। তবে যে কারণেই চেক করেন না কেন। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম। চলুন কিভাবে পাসপোর্ট চেক করা হয় অনলাইনে তার নিচে থেকে দেখে নেই।
- যেকোনো ধরনের একটি মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস নিয়ে একটি ব্রাউজার ওপেন করি।
- ব্রাউজার ওপেন করার পর এই লিংকে প্রবেশ করতে হবে।
- ওয়েবসাইট প্রবেশ করার পর চারটি অপশন পাওয়া যাবে নিচের ছবির মত।
- Online registration ID অথবা Application ID বসাতে হবে প্রথমে। আইডি নম্বরগুলো সাধারণত যখন আবেদন করেছেন ঐ আবেদনপত্রে পেয়ে যাবেন। এরপর ইমেইল এড্রেস এবং জন্ম তারিখ দিতে হবে।
- উপরের তথ্যগুলো সঠিকভাবে পূরণের পর ক্যাপচা পূরণ করে চেক বাটনে প্রেস করতে হবে। সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা।
মূলত এটিই হচ্ছে অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩। আর এই ভাবেই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা হয়।
পাসপোর্ট এর তথ্য সংশোধন
পাসপোর্ট করার যদি কোন তথ্য ভুল হয় এই তথ্য অবশ্যই সংশোধন করতে হবে। তা না হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবহারকারী। খুব সহজেই একজন ব্যক্তি বাসায় বসেই সংশোধনের জন্য আবেদন করতে পারবে। কিভাবে ঘরে বসে একজন ব্যক্তি পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করবেন সে বিষয়ে আমাদের ওয়েবসাইট একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আর্টিকেলটি দেখতে নিচের লেখায় প্রবেশ করুন।
জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
পাসপোর্ট এর মত বিভিন্ন সময় জাতীয় পরিচয় পত্র যাচাই করারও প্রয়োজন হয়ে থাকে। হতে পারে ব্যক্তিগত কারণে কিংবা অফিসিয়াল ডকুমেন্ট যাচাইয়ের কারণে। পাসপোর্ট এর মত ভোটার আইডি কার্ড অনলাইনেও যাচাই করতে পারবেন। কিভাবে জাতীয় পরিচয় পত্র অনলাইনে চেক করবেন তা জানতে নিচের লেখায় প্রবেশ করুন।
ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ এর পাশাপাশি আরো অন্যান্য ডকুমেন্ট সংক্রান্ত তথ্যগুলো জানতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। নিয়মিতভাবে কোন না কোন অফিসিয়াল ডকুমেন্টের টিপস এবং ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের আই নিউজে।
পাসপোর্ট চেক করার লিংক কোনটি?
এখানে প্রবেশ করে পাসপোর্ট যাচাই করতে পারবেন।
পাসপোর্ট চেক করলে কোন তথ্য না আসার কারণ কি?
হয়তো আপনার তথ্য দেওয়া ভুল হয়েছে কিংবা পাসপোর্ট এখনো তৈরি করা হয়নি।
কত বছর হলে পাসপোর্ট তৈরি করা যায়?
একজন শিশু বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবাই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে।
-
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম ২০২৩
-
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৩
-
জাতীয় পরিচয় পত্র আবেদন করার নিয়ম ২০২৩
-
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম ২০২৩
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন