ইমরান আল মামুন
আপডেট: ১৪:৫৪, ১৫ এপ্রিল ২০২৩
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম ২০২৩
যারা বাসায় বসে জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন এবং সংশোধন করতে চাচ্ছেন তাদের জন্য আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আর্টিকেলে আপনারা জানতে পারবেন কিভাবে জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন করতে হয় এবং আবেদন করার নিয়ম সম্পর্কে। তাহলে নিচে থেকে আমরা এ পদ্ধতি সম্পর্কে জেনে নেই।
বর্তমানে বাংলাদেশে ১৮ বছরের প্রত্যেক নাগরিককে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধন করতে হয়। এই সময় ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দেওয়া হয়ে থাকে। নিজের ভুল অথবা নির্বাচন কমিশনের ভুলের কারণে আমাদের তথ্যগুলো সঠিক হয় না। যার ফলে পরবর্তীতে সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে। এজন্য দুটি পদ্ধতিতে ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন। যেমন সরাসরি নির্বাচন কমিশন থেকে আবার অনলাইন পদ্ধতিতে।
সরাসরি উপজেলা নির্বাচন কমিশন থেকে ভোটার আইডির তথ্য সংশোধন করতে চাইলে এখানে প্রবেশ করে ডাউনলোড ফ্রম পূরণ করুন। এরপর তা নির্বাচন কমিশনে নিয়ে গিয়ে সাবমিট করুন। বাকি তথ্যগুলো তারা আপনাকে জানিয়ে দেবে। আর যারা নিজে নিজেই ঘরে বসে সকল তথ্য ঠিক করতে চান তারা নিচের অংশ দেখুন।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম ২০২৩
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য যারা আগ্রহী তারা এখন নিচের থেকে ধাপে ধাপে জেনে নিন। এজন্য প্রথমে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নিতে হবে। সেটি হতে পারে মোবাইল কিংবা কম্পিউটার।
- প্রথমে এখানে প্রবেশ করুন। এরপর রেজিস্টার বাটন এ প্রেস করে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- পরবর্তী পেজে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে। এই ঠিকানাটি হবে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের অনুসারে।
- এরপরে একটি মোবাইল নাম্বার দেখতে পারবেন। তার নিচের দিকে বার্তা পাঠান নামের একটি অপশন রয়েছে। অপশনে প্রেস করে নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড পাঠান। তারপর ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে।
- কোড বসানোর সাথে সাথে একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং NID wallet এ প্রবেশ করতে হবে। অ্যাপটিতে প্রবেশ করে অবশ্যই উক্ত ব্যক্তির ফেস ভেরিফাই করে নিতে হবে।
- ফেস ভেরিফাই করার পর পাসওয়ার্ড অপশন এড়িয়ে যেতে পারেন। পরবর্তী পেজে দেখতে পারবেন আপনার প্রোফাইল। প্রোফাইল পরিবর্তন করুন অপশনটিতে প্রবেশ করতে হবে এখন।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম এর গুরুত্বপূর্ণ ধাপ
এখন হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন করার আসল ধাপ। এখানে আপনি কোন অপশনটি সংশোধন করবেন সেটি প্রথমে নির্বাচন করতে হবে। আমরা এখানে ভোটার আইডি কার্ডের বয়স সংশোধন করার নিয়ম তুলে ধরছি উদাহরণ হিসেবে।
- প্রোফাইলে প্রবেশ করার পর এডিট অপশনে ক্লিক করুন। আর বহাল বাটনে প্রেস করে চূড়ান্ত এডিট করুন।
- এখন জন্ম তারিখ অপশনটিতে প্রেস করতে হবে। এরপর জন্ম তারিখ অপশনটিতে আপনার সঠিক জন্ম তারিখটি বসিয়ে নিন। এরপর সবার উপরের দিকে পরবর্তী নামের একটি বাটন পাবেন। উক্ত বাটনে প্রেস করুন।
- তবে এই সময় অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে। সেটি হতে পারে যেকোন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বিকাশ অ্যাপ থেকে খুব সহজেই এর অর্থ পাঠাতে পারবেন। টাকা পাঠানোর পর তা আবার রিফ্রেস করুন।
- রিফ্রেস করার পর সেখানে দেখতে পারবেন আপনার আবেদনটি ড্রাফ্ট করা হয়েছে। এরপর উপর থেকে এডিট বাটনে প্রেস করে বহাল অপশনটি নির্বাচন করুন।
- এরপরের ধাপ হচ্ছে আপনি যে অপশনটিতে ঠিক চিহ্ন দিয়েছিলেন সেটি তুলে দিতে হবে। তারপর পরবর্তী বাটনে প্রেস করুন এবং দেখতে পারবেন আবেদনের ধরন। স্মার্ট কার্ড তাহলে স্মার্ট কার্ড নির্বাচন করুন। সাধারণ পরিচয় পত্র হলে রেগুলার অপশনটি সিলেক্ট করুন।
- সকল তথ্য ইনপুট করার পর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। আর সেখান আপনার প্রয়োজনীয় আপলোড করতে হবে। হয়তোবা এডমিট কার্ড কিংবা সার্টিফিকেট। যেটি আপলোড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সাবমিট হয়ে যাবে।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম এই পদ্ধতিতে আপনি সকল ভুল ত্রুটি সমাধান করতে পারবেন। সফলভাবে সাবমিট হওয়ার পর একটি প্রিন্ট আউট কপি ডাউনলোড করুন। এটি সংরক্ষণ করে রাখতে হবে। সকল তথ্য সংশোধনের পর এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার জাতীয় পরিচয় পত্র প্রস্তুতের তারিখ। আর নির্দিষ্ট সময় পর নির্বাচন কমিশন অফিস থেকে জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে হবে।
ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও তথ্য জানতে নিচের অংশ দেখুন। আমাদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরনের টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করা হয়ে থাকে।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন