Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৭, ২৩ জানুয়ারি ২০২৪

আজকের নামাজের সময়সূচি | ২৩ জানুয়ারি, মঙ্গলবার 

আজকের নামাজের সময়সূচি | ২৩ জানুয়ারি, মঙ্গলবার 

আজকের নামাজের সময়সূচি | ২৩ জানুয়ারি, মঙ্গলবার 

আজ ২৩ জানুয়ারি, মঙ্গলবার। বাংলা সনের ১০ মাঘ ১৪৩০। আরবি ১০ রজব ১৪৪৫ হিজরি। সিলেটসহ সারাদেশে আজকের নামাজের সময়সূচি জেনে নিন এই আর্টিকেল থেকে। কেননা, আল্লহা তা'আলা প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন। এবং সেই সময় অনুযায়ী নামাজ কায়েমের নির্দেশনা দিয়েছেন। 

তাই প্রত্যেক মুমিনের জন্য সময়মতো নামাজ আদায় করা অতীব গুরুত্বপূর্ণ। সুতরাং, চলুন জেনে নেওয়া যাক, সারাদেশে আজকের নামাজের সময়সূচি-

ফজর
আজ মঙ্গলবার, আরবি ১০ রজব। আজকের ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়েছে ৫টা ২৫ মিনিটে। আর ফজরের ওয়াক্ত সমাপ্ত হয়েছে ৬টা ৪১ মিনিটে। এই সময়ের বাইরে যারা দেরিতে নামাজ আদায় করেছেন তাঁদের নামাজ ইসলামী আইনানুযায়ী কাজা হয়েছে। 

জোহর
আজকের জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে ১২টা ১৪ মিনিট থেকে। নামাজের ওয়াক্ত সমাপ্ত হবে ৩টা ৪৭ মিনিটে। আজকে জোহরের নামাজ সময়মতো আদায়ের জন্য দীর্ঘ সময় পাবেন মুসল্লিরা। তবে, দুপুর ১টায় মসজিদে যথারীতি আজান হবে। এবং জামাত শুরু হবে ১টা ২০ মিনিটে। জামাতের সাথে নামাজ পড়তে হলে এসময় মসজিদে উপস্থিত থাকতে হবে। 

আছর
আজকে আছরের ওয়াক্ত শুরু হবে ৪টা ২ মিনিটে। ওয়াক্ত শেষ হবে ৫টা ৩৭ মিনিটে। আছরের নামাজ জামাতের সঙ্গে পড়া যাবে ৪টা ২০ থেকে ৪টা ৩০ মিনিটে। 

আজকের নামাজের সময়সূচি- মাগরিব
আজ সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে শুরু হবে মাগরিবের নামাজের ওয়াক্ত। শেষ হবে ৬টা ২ মিনিটে। নামাজ আদায়ের জন্য সবথেকে কম সময় থাকে মাগরিবের ওয়াক্তে। 

এশা 
রাত ৬টা ৫৯ মিনিটে আজকে এশার নামাজের ওয়াক্ত শুরু হবে। ওয়াক্ত শেষ হবে ১১টা ৩০ মিনিটে। চার ঘণ্টার বেশি সময় পাওয়া যাবে এশার সালাত আদায়ের জন্য। এছাড়াও, রাতে এশার সালাতের পাশাপাশি বিতরের নামাজ, নফল নামাজ আদায় করে থাকেন রাতজাগা এবাদতকারীরা। 

আজকের নামাজের সময়সূচি প্রতিদিন জানতে আমাদের পোর্টালে ফলো রাখুন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়