Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১৬ এপ্রিল ২০২৩

নিউ মার্কেটের আগুন পুরোপুরি নির্বাপিত 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেটের দক্ষিণ ভবনে লাগা ভয়াবহ আগুন পুরোপুরি নির্বাপন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এরপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। আজ সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে।

তিনি বলেন, আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই। আমরা সম্পূর্ণ নির্বাপন করেছি।

ভয়াবহ আগুন কেড়ে নিলো তাদের ঈদের আনন্দ

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ