Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ৩১ মার্চ ২০২৩

সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা বাহরাই‌নের পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি।

বৃহস্প‌তিবার (৩০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, অভিনন্দন বার্তায় বাহরাই‌নের পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলোকে আরও প্রসারিত করতে দেশ‌টির আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিদ্যমান সুযোগগুলো কাজে লাগিয়ে উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই।

অভিনন্দন বার্তায় আব্দুল্লাতিফ বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

আইনিউজ/এইউএস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়