Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ২৩ মে ২০২৩

মৌলভীবাজার সদরে ডিবির হাতে ২২৫ পিস ইয়াবাসহ আটক ১ 

ইয়াবাসহ আটক ইমন মিয়া। ছবি- আই নিউজ

ইয়াবাসহ আটক ইমন মিয়া। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২২৫ পিস ইয়াবাসহ ইমন মিয়া(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

সোমবার (২২ মে) মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ থেকে তাকে আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের বাউরবাগ এলাকার সিতার মিয়ার বাড়ির সামনে থেকে ইমন মিয়াকে আটক করা হয়। 

ঘটনাস্থল থেকে আটককৃত ইমনের দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে ২টি নীল রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিথিনের প্যাকেট থেকে ২২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত আসামি ইমন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায় বলেন, মাদকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো. আশরাফুল ইসলাম জানান, ।আটককৃত ইমন মিয়া এবং পলাতক আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণী ৯(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ