Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৪, ১০ জানুয়ারি ২০২২

হবিগঞ্জ সদর হাসপাতালে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অন্তত ১০ রোগী আহত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, একজনের মৃত্যু

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ছাদে পরিত্যক্ত বেডে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের বিষয়টি প্রচার হলে বিভিন্ন ওয়ার্ডের রোগীরা তাড়াহুড়ো করে বের হতে থাকে। এ সময় অনেকেই বিছানা-বালিশ, হাসপাতালের বেড নিয়ে বের হয়ে আসে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আসায় ৩ শতাধিক রোগী রক্ষা পেয়েছে বলেও জানিয়েছেন রোগীরা।

পারভীন আক্তার নামে এক রোগী বলেন, আগুনের খবর পেয়ে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছি। আরও অনেকেই আঘাত পেয়েছে। এক বছরের শিশু সন্তান নিয়ে কোনো মতে বের হয়ে এসেছি।

আরও পড়ুন- ওমিক্রন থেকে বাঁচতে কার্যকরী মাস্ক কোনটি?

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তেমন ক্ষতি না হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে ৩ শতাধিক রোগী রক্ষা পেয়েছে। 

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ