Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ২৫ জানুয়ারি ২০২২

নবীগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দূর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান। ছবি - আই নিউজ

দূর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান। ছবি - আই নিউজ

নবীগঞ্জ-ইনাতগঞ্জ রোডে ছায়া নগর নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দলিল লেখক কানু লাল রায় (৫৫) নিহত।মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ-ইনাতগঞ্জ রোডে ছায়া নগর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

ইনাতগঞ্জ মধ্যসমত গ্রামের মৃত হরকুমার রায়ের পুত্র দলিল লেখক কানু রায় (৫৫) গুরুতর আহত হয়ে রাস্তায় পরে থাকলে স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দলিল লেখকের কানু লাল রায় আশঙ্কাজনক অবস্থা  হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত কানু রায় কে ওসমানী মেডিকেল নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ থেকে আসা পিকআপ গাড়ি ও নবীগঞ্জ থেকে ইনাতগঞ্জ যাওয়ার পথিমধ্যে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

নবীগঞ্জ থান অফিসার ইনচার্জ মো: ডালিম আহমদ নিহতের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পিকআপ ও মটর সাইকেল থানায় আটক আছে।

আইনিউজ/অঞ্জন রায়/এমজিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ