নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নবীগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শহরের থানা রোডে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, আওয়ামী লীগ, প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া সকাল ৮টায় জেকে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনদের সম্মাননা প্রদান করা হয়।
বেলা সাড়ে ১২ টার সময় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ এর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহবুব রহমান। গীতা পাঠ করেন সোকেশ চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডা নুর উদ্দিন বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান রশিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন।
বক্তব্যে রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার বীর মুক্তিযোদ্ধা সামছউদ্দিন, বিআর ডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম রায়,যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান খাঁন।
সভার শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সরকারের পক্ষ থেকে উত্তোরীয় গেঞ্জি, ক্যাপ মাস্ক উপহার দেন নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। তাছাড়া মুক্তিযোদ্ধাসহ অতিথিবৃন্দকে ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়।
আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার