Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ৩১ মার্চ ২০২২

নবীগঞ্জে ব্র্যাকের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

নবীগঞ্জে ব্র্যাকের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক তারেক আজিজ, ডেপুটি ম্যানেজার বিমল চন্দ্র দাশ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ব্র্যাকের  সেলস অফিসার নার্গিস আক্তার, হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক প্রদ্বীপ রঞ্জন দাশ, কাজী এম হাসান আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যাক যে মাঠ পর্যায়ে কাজ করছে সেটা প্রসংশনীয়। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতনতার সাথে কাজ করার আহ্বান জানান।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ