Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৬ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ১১ অক্টোবর ২০২২
আপডেট: ২০:০৫, ১১ অক্টোবর ২০২২

নিজেদের মধ্যে গ্রুপিং বন্ধ করতে হবে, হবিগঞ্জে পরশ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজলে শামস পরশ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজলে শামস পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দলের নেতাকর্মীদের নিজের মধ্যে গ্রুপিং না করতে বলেছেন। তিনি বলেন- ‘নিজেদের মধ্যে বিভক্তি গ্রুপিং বন্ধ করতে হবে। নিজের ভাইয়ের পিছনে না লেগে দেশের প্রকৃত শত্রু মোকাবেলায় মনোনিবেশ করতে হবে।’

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি নেতৃবৃন্দের দিক-নির্দেশনা দিতে গিয়ে বলেন- ‘অপরাধমূলক কাজ করা যাবে না।’

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস্ পরশ বলেন- তারেক রহমান কাপুরুষের মতো বিদেশে বসে আছেন। আর দেশে কর্মীদের মাঠে নামিয়ে উস্কানি দিচ্ছেন।

শেখ ফজলে শামস্ পরশ যুবলীগ নেতাকর্মীদের মাঠে থেকে জামাত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করার নির্দেশ দেন। তিনি নেতাকর্মীদের অসহায়-দরিদ্র মানুষদের বরাবরের মতো পাশে সহযোগিতার হাত অব্যাহত রাখার আহ্বান জানান।

যুবলীগের চেয়ারম্যান পরশ বলেন- আমি জানি সবার মনে প্রশ্ন কে আসবে। কিন্তু প্রকৃতি প্রশ্ন হওয়া উচিৎ; কেমন হবে আগামীর নেতৃত্ব, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন।

সঠিক নেতৃত্ব ছাড়া কোন জাতি, দেশ, সংগঠন চলতে পারে না। জাতির উত্তান পতনের পেছনে ভূমিকা রাখে নেতৃত্বের ওপর। জনগণের পাশে থাকার কাজ অব্যাহত রাখতে হবে৷ যে মূহুর্তে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

পরশ আরও বলেন বর্তমানের বাস্তবতা গ্রুপিংয়ে বা বিভক্তির কোন সুযোগ নাই। নিজের ভাইয়ের পেছনে না লেগে দেশের শত্রুদেরকে মোকাবেলা করতে হবে। আমাদের প্রকৃত শত্রু গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।

জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এ সময় জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উত্তোলন করা হয়। সম্মেলনে প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত হন।

এর আগে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ