Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০০:১৬, ১ অক্টোবর ২০২১

৫০০ তম পর্ব উৎসবে ‘সহজ মানুষ’

মৌলভীবাজারে সাংস্কৃতিক সংগঠন 'সহজ মানুষ' উদযাপন করেছে তাদের ৫০০ তম পর্ব উৎসব। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রধান অতিথি হিসেবে সহজ মানুষের সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন শহরের গণ্যমান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এর আগে বিকেলে সহজ মানুষের কার্যালয় থেকে ৫০০ তম পর্ব উপলক্ষে শোভাযাত্রা বের হয়। মৌলভীবাজারের সৈয়দ মুজতবা আলী সড়কে শোভাযাত্রাটি তাদের বাদ্যযন্ত্র-সঙ্গীত উপকরণসহ প্রদক্ষিণ করে।

সহজ মানুষ মূলত ভার্চুয়াল প্লাটফর্মে লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এর পরিচালক বাচিকশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রবিশঙ্কর মৈত্রী।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ