Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

কামরুল হাসান শাওন, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:০৩, ৩০ মার্চ ২০২২
আপডেট: ২৩:২২, ৩০ মার্চ ২০২২

ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলে আনন্দমঠ শুক্রবার, থাকছে যেসব চমক

মৌলভীবাজার ঐতিহ্যবাহী দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ৪০ বর্ষপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী `আনন্দমঠ উৎসব' অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১ এপ্রিল)। প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আনন্দমঠে চমক রয়েছে সংগীত শিল্পী হিপ্পপ মিলা, বাংলাদেশের জনপ্রিয় লিজেন্ড তারকা মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, দাগ ব্যান্ড, তসিবা, বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাবু ভাই এবং মীরআক্কেলের জনপ্রিয় কমেডি অভিনেতা পাভেল-এর পরিবেশনা।

ফ্রুটিকা প্রেজেন্টস আনন্দমঠ উৎসব পাওয়ার্ড বাই সুমা ফুডস। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আই নিউজ (www.eyenews.news) ও ঢাকা পোস্ট। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে মেমোরিজ

এ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক শামীম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন।

এছাড়াও অতিথি হিসাবে থাকবে দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, স্কুলের সাবেক প্রিন্সিপাল মায়া ওয়াহেদ, স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুরাইয়া বেগম, স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দা ইসমত আরা।

শোভাযাত্রা ও পতাকা উত্তোলন

আগামী শুক্রবার (১ এপ্রিল) সকাল ৮টায় আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হবে দিনব্যাপী আনন্দ উচ্ছ্বাস। আনন্দ শোভাযাত্রাটি শহরের কোর্ট রোডে ফ্লাওয়ার্সের শিশু শাখা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

আনন্দমঠের পর্ব ১

সকাল ৯টায় আগত অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠনিকতা। 

আনন্দমঠের পর্ব ২

সকাল ১১টায় ডকুমেন্টরী প্রদর্শন। সম্মাননা প্রদান, স্মারক “অর্জন”-এর মোড়ক উম্মোচন। বেলা ১২টায় নামাজের বিরতি, এরপর মধ্যাহ্নভোজ।

আনন্দমঠের পর্ব ৩

বিকেল ৩টায় প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকদের স্মৃতিচারণ। বিকাল ৪ টায় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিভিন্ন ব্যাচের সম্মিলিত ফটোসেশন।

আনন্দমঠের পর্ব ৪

সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চ মাতাবে সংগীত শিল্পী মিলা, শাফিন আহমেদ, দাগ ব্যান্ড, তসিবাহ, ব্যাচেলর পয়েন্টর কাবিলা ও হাবু ভাই। কমেডি অভিনেতা হিসেবে দর্শকদের আনন্দে মাতাবেন মীরআক্কেলের পাভেল।

আনন্দমঠের শেষ পর্ব

বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে হবে আনন্দমঠের যবনিকাপাত।

আইনিউজ/কামরুল হাসান/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়