Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ২৫ মে ২০২৩

কুলাউড়ায় ৪টি চুরির গরুসহ আটক ১ 

চারটি চোরাই গরুসহ আটক ব্যক্তি। ছবি- আই নিউজ

চারটি চোরাই গরুসহ আটক ব্যক্তি। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে চারটি চুরির গরুসহ ছয়ফুল মিয়া (৫০) নামের একজনকে আটক করা হয়েছে। 

বুধবার (২৪ মে) কুলাউড়া উপজেলার হাশিমপুর এলাকায় আটককৃত ছয়ফুল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে চোরাই গরুসহ তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে ১৩ নং কর্মধা ইউনিয়নের হাশিমপুর গ্রামে ছয়ফুল মিয়ার বাড়ির গোয়ালঘরে ৪ টি চোরাই গরু রয়েছে। পরে বুধবার বিকেলে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে ৪ টি গরু জব্দ করে পুলিশ। 

আটককৃত ছয়ফুল মিয়া এই ৪ টি গরুর মালিকানা সংক্রান্ত কোন সঠিক তথ্য দিতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক এক আসামির যোগসাজশে গরুগুলো চুরি করে আনা হয়েছিল বলে সে স্বীকার করে। 

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আই নিউজকে জানান, চোরাই গরুগুলোর প্রকৃত মালিক এখনো পাওয়া যায়নি। কেউ মালিকানা দাবি করলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ঘটনায় আটককৃত ছয়ফুল মিয়াসহ পলাতক এক আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় পেনাল কোডের ৪১১/১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ