Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ২৫ মে ২০২৩

শ্রীমঙ্গলে শিশু অধিকার ও সেবা প্রাপ্তি সহজীকরণে সংলাপ

ব্রেকিং দ্যা সাইলেন্স এর আয়োজনে সংলাপ। ছবি- আই নিউজ

ব্রেকিং দ্যা সাইলেন্স এর আয়োজনে সংলাপ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু অধিকার পরিস্থিতি লঙ্ঘন মনিটরিং তথ্য উপস্থাপন ও শিশুদের জন্য সেবা প্রাপ্তি সহজীকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে উপজেলার ভাড়াউড়া চা বাগানের রামপাড়া শিশুক্লাবে ব্রেকিং দ্যা সাইলেন্স এর আয়োজনে ও সেইভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় কিশোর-কিশোরীদের নিয়ে সংলাপের আয়োজন করা হয়।  

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) ও থানার শিশু বিষয়ক কর্মকর্তা রাকিবুল, ভাড়াউড়া বাগান পঞ্চায়েত সভাপতি নুর মিয়া, ইউপি সদস্য মিতু রায়। 

সংলাপ পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর কোর সাপোর্ট মডেল (সিএসএম) এর প্রজেক্ট অফিসার কান্তা সরকার ও শাওন শীল।

সংলাপে স্থানীয়রা শিশুদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে এসব সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন অতিথিরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ