Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫,   আষাঢ় ৫ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ২৩ এপ্রিল ২০২৪

আড়াই মাস ধরে নিখোঁজ রাজনগরের লিমন, দি`শে`হারা বাবা-মা

নিখোঁজ শিশু লিমন। ছবি- আই নিউজ

নিখোঁজ শিশু লিমন। ছবি- আই নিউজ

আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার দাসটিলা গ্রামের ১৩ বছরের কিশোর হাসান আহমদ লিমন। ছেলেকে হারিয়ে দিশে'হা'রা তার বাবা বুদু মিয়া ও মা আছিয়া বেগম। ছেলেকে খোঁজে ফিরছেন বিভিন্ন স্থানে। 

এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি রাজনগর থানায় জিডি করেছেন বাবা বুদু মিয়া।

জিডিতে উল্লেখ করা হয়, রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের বুদু মিয়া ও আছিয়া বেগমের ছেলে হাসান আহমদ লিমন (১৩) রাজনগর উপজেলার টেংরা বাজারের একটি দোকানে কাঠমিস্ত্রীর কাজ করতো। গত ০৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে কাজে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় গত ১১ ফেব্রুয়ারি লিমনের বাবা রাজনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

ছেলেটিকে কোথাও পাওয়া গেলে ০১৭৫৫৪৯২৬৮৯ মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়