Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৪৯, ৩০ মে ২০২৪

মৌলভীবাজারে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু ১ জুন 

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার জেলায় একযোগে দুই লাখের বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আগামী ১লা জুন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪ এর অংশ হিসেবে জেলার ২ লাখ ১২ হাজার ৬৪৮ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে বিনামূল্যে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ২৭ হাজার ৯৫৪ জন এবং ১২ থেকে ৫৯ মাসের শিশু ২ লাখ ৫১ হাজার ৮১৭ জন।

আগামী ১লা জুন (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন স্বাস্থ্যকর্মীরা। এসময় যেকোনো মা-বাবা তাদের নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা স্বাস্থ্যকেন্দ্রে শিশুকে নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পারবেন। তবে, কোনো শিশু যদি বিগত  মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে তাকে খাওয়ানো যাবে না। 

৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না, এটি একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমানোর পাশাপাশি শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে। 

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য 
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনা। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা। 

এছাড়াও জেরোফথ্যালমিয়া (রাতকানা ও বিটটস স্পট), দীর্ঘমেয়াদি ডায়রিয়া, হাম ও মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো গুরুত্বপূর্ণ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়