Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২২, ৩০ মে ২০২৪

মৌলভীবাজারে দুই শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস সম্প্রসারণে অবদান রাখার জন্য মৌলভীবাজারে দুই জন শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত শিক্ষা কর্মকর্তারা হলেন- জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান ও মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া।

বুধবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আয়োজনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার গাইড হাউসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার শাখার সাধারণ সম্পদক মাধুরী মজুমদারের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অঞ্চল সিলেটের বাবলী পুরকায়স্থ। 

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্ঠা সালমা বাছিত, আঞ্চলিক কমিটির সদস্য শিপ্রা দেব, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়নূল হক, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান, আজমনি স্কুল এ্ন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলুদ আহমদ, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা, সদর উপজেলা সম্পাদক অপরাজিতা রায়, কোষাধ্যক্ষ হেমপ্রভা সিনহা প্রমুখ। 

সংবর্ধিত অতিথিদেরকে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। 

এতে জেলার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীরা অভিবাবকগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রেঞ্জার, গার্ল গাইডস দলের সদস্যরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়