নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৬:০৬, ৩০ জুন ২০২৪
জনশুমারি ও গৃহগণনা ২০২২
মৌলভীবাজারে অবিবাহিত নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি

প্রতীকী ছবি
মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যায় অবিবাহিতদের মধ্যে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। মৌলভীবাজার জেলার জনশুমারি ও গৃহগণনা ২০২২ -এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের উপস্থিতিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
পরিসংখ্যান প্রতিবেদনে জানানো হয়, মৌলভীবাজারে মোট জনসংখ্যায় অবিবাহিতদের মধ্যে পুরুষ রয়েছেন ৪৪ দশমিক ৫ শতাংশ। বিপরীতে অবিবাহিত নারী রয়েছেন ২৯ দশমিক ৩০ শতাংশ।
বর্তমানে জেলায় বিবাহিতদের মধ্যেও নারীদের সংখ্যা ৫৮ দশমিক ৪৮ শতাংশ। বিপরীতে বিবাহিত পুরুষের সংখ্যা ৫৪ দশমিক ১৮ শতাংশ।
জনশুমারির প্রতিবেদনের তথ্যানুযায়ী মৌলভীবাজার জেলায় মোট জনসংখ্যা ২১ লাখ ২৩ হাজার ৪৪৪ জন। নারী ১১ লাখ ২ হাজার ৬১৭ জন এবং পুরুষ ১০ লাখ ২০ হাজার ৭৩২ জন। পুরুষ ৪৮.০৭ শতাংশ এবং নারী ৫১.৯৩ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারী সংখ্যা ৮১ হাজার ৮৮৫ বা ৩.৮৬ শতাংশ বেশি।
মোট জনসংখ্যার মধ্যে শহরে বসবাস করেন ২ লাখ ৯৭ হাজার ১৯০ এবং গ্রামে বসবাস করেন ১৮ লাখ ২৬ হাজার ২৫৭ জন।
পরিসংখ্যানে দেখা যায় ১৯৮১ সালে মৌলভীবাজারে জনসংখ্যা ছিলো ১৪ লাখ ২৯ হাজার, ১৯৯১ সালে ছিল ১৩ লাখ ৭৭ হাজার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মাৎ শাহীনা আক্তার। সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। স্বাগত বক্তব্যে জেলার জনশুমারি ও খানার পরিসংখ্যান তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার