Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, রাজনগর

প্রকাশিত: ১৭:৪১, ২৪ জুলাই ২০২৩

রাজনগরে মসজিদের পাশে পলিথিনে মোড়া ছিল নবজাতকের লা শ! 

পলিথিনে মোড়ানো নবজাতকের লা শ। ছবি- আই নিউজ

পলিথিনে মোড়ানো নবজাতকের লা শ। ছবি- আই নিউজ

মসজিদের সামনে রাস্তার ধারে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান স্থানীয় সুজাদ বাসিন্দা খান। কৌতুহলী হয়ে সামনে এগিয়ে গিয়ে দেখেন পলিথিনের ভিতর রাখা রয়েছে নবজাতকের দেহ। ঘটনা জানাজানি হলে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে শিশুটির (ছেলে) মরদেহ। 

আজ সোমবার (২৪ জুলাই) এমনি এক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে। স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কে শিশুটি ভূমিষ্ট হওয়ার পর কেউ এটিকে ফেলে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর নন্দীউড়া এলাকার সুজাদ খান সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে রাস্তার ধারে একটি পলিথিন দেখতে পান। পরে কৌতুহলী হয়ে এগিয়ে গিয়ে দেখতে পান পলিথিনের ভিতর এক নবজাতকের দেহ রাখা রয়েছে। বিষয়টি পাশ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য মাসুমুর রহমানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়, উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন, আজিজুল গাফফার সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা বলছেন, কোনো অবৈধ সম্পর্কের জেরে শিশুটির জন্ম হয়ে থাকতে পারে। বৈধ হলে শিশুটির প্রকৃত পিতা-মাতা এভাবে ফেলে না রেখে সৎকার করত। নিজেরা ঝামেলা এড়িয়ে গিয়ে মসজিদের সামনে ফেলে গেছে যাতে আশেপাশের মানুষ জানাযা-মরদেহ দাফন করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেউ মৃতদেহটি পলিথিনে মোড়িয়ে রাস্তার পাশে রেখে গেছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ