Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫, ২৯ মে ২০২১
আপডেট: ২১:৩৯, ২৯ মে ২০২১

সিলেটে এক ঘণ্টায় চারবার ভূমিকম্প

সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটের সময় প্রথমে ভূমিকম্প অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতে ফের ১০টা ৫১ মিনিটে সামান্য কম্পন অনুভব হয়। এরপর ১১টা ৩০ মিনিটে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক চার মিনিট পর ১১টা ৩৪ মিনিটে চতুর্থবার ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি।  এ ঘটনায় এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের বিষয়ে কিছু বলতে পারছে না সিলেট আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে বলে জানান তিনি।

জানা যায়, ভূমিকম্পের ধাক্কা বড় হলেও এর স্থায়িত্ব ছিল একেবারেই কম। প্রতিটি এক সেকেন্ডের কম বলেও ধারণা করা হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে তাৎক্ষণিক এর স্থায়িত্ব, উৎপত্তি এবং এর মাত্রা সম্পর্কে কিছুই জানাতে পারেনি।

এদিকে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেটসহ এর আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ