সিলেট প্রতিনিধি
আপডেট: ১৮:০৫, ১৯ আগস্ট ২০২১
করোনায় সিলেটে মারা গেলেন আরও ২২ জন

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া একজন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এর আগে গত ১১ আগস্ট করোনায় একদিনে ২২ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪৭৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ৫৯৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন।
নতুন করে শনাক্ত ৪৭৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৫২০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৯৯৪ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৮৪২ জন, হবিগঞ্জ জেলায় ছয় হাজার ৭৫ জন, মৌলভীবাজারে সাত হাজার ৩৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ২৬০ জন।
সিলেটে বিভাগে বৃহস্পতিবার শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৫১ শতাংশ। যার ২৬ দশমিক শূন্য ৭৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৪৫ শতাংশ ও মৌলভীবাজারে ২৯ দশমিক ৭৮ শতাংশ।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৯৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৯৪ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার