Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৮:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২

আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় : সিসিক মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ একমাত্র বিএনপিকে ভয় পায়। আওয়ামী লীগের দুঃশাসনে দেশের জনগন অতিষ্ঠ। ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার টিকতে পারবে না। জনগণ বিএনপির দিকে চেয়ে আছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবন সংলগ্ন কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মেয়র আরিফ।

সিলেট সিটির ১৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড বিএনপির আয়োজনে কুমারপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবীণ মুরব্বি দিদার ই রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মোঃ আতিকুর রহমান শাবু, সৈয়দ সাফেক মাহবুব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, আব্দুল মন্নান দুলাল, আব্দুল ওহাব জুবের, আব্দুল মুকিত, শ্রমিক দল নেতা মাসুক এলাহী, মাহবুব খান এলু, বাহুবল দে রুনু, ইকবাল হোসেন, মিনহাজ আহমদ  মোঃ সুয়েবুল হক, মোঃ আব্দুল কাইয়ুম ফেরদৌস, পাকি মিয়া, মোঃ মুরাদ আহমদ, আব্দুর রহমান, আব্দুল আজিজ লাকী, কামরুন্নাহার চৌধুরী তিন্নি, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল হক সুন্না, মাসুম আহমদ মুসা, সাকের আহমদ, ওবায়দুর রহমান সজীব প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বলকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আইনিউজ/এসডি

ইনিউজ ভিডিও  

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ