সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২২
সিলেট বইমেলায় আকমল হোসেন নিপুকে সম্মাননা

সিলেট বইমেলায় সম্মাননা গ্রহণ করছেন আকমল হোসেন নিপু।
সিলেট বইমেলায় ছোট গল্পকার ও সাংবাদিক আকমল হোসেন নিপুকে সম্মাননা দেওয়া হয়েছে।
প্রথম আলো বন্ধুসভা শনিবার (২৬ ফেব্রুয়ারি) সপ্তমবারের মতো সিলেটে বইমেলার আয়োজন করে। চৌহাট্টা এলাকায় বিভাগীয় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী বইমেলা লেখক, পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিলো। এ জনস্রোতে শিশু-কিশোর, মধ্যবয়সী ও নারী-পুরুষ একাকার হয়ে গিয়েছিলো। বইও বিক্রি হয়েছে বেশ। এতে ঢাকা ও সিলেটের ১৭টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ বইমেলা উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত প্রখ্যাত গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা কাওসার আহমেদ চৌধুরীকে।
সাহিত্য পুরস্কার
বইমেলায় গত সাত বছরের ধারাবাহিকতায় এবারও দেওয়া হয় ‘প্রথম আলো বন্ধুসভা সাহিত্য পুরস্কার’। এই পুরস্কারে ভূষিত করা হয় ছোট গল্পকার, কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপুকে। তাঁর হাতে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা-স্মারক তুলে দেন। দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা পুরস্কার।
আকমল হোসেন নিপু সাংবাদিকতা ও সাহিত্যে এক শক্তিমান লেখক, আলোকিত মানুষ। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ধাইসার গ্রামের কৃতি সন্তান। মৌলভীবাজারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।
আকমল হোসেন নিপু দেশের অন্যতম সেরা ছোট গল্পকার। শক্তিমান কবি। তাঁর কবিতা ও গল্পে প্রকৃতি ও মানুষের জীবনের কথা নানাভোবে ওঠে আসে। নিভৃতচারী এই লেখক নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন।
সিলেট বইমেলায় স্মারক-সম্মাননা গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে আকমল হোসেন নিপু বলেন, ‘আমার নিজস্ব কিছু কথা আছে, সেসব প্রকাশ করার জন্যই আমি লিখি। এ সম্মাননা আমাকে প্রাণিত করেছে।’
আরও পড়ুন- মৌলভীবাজারে একদিনে দেওয়া হলো দেড় লাখ ডোজ টিকা
দিনব্যাপী সিলেট বইমেলা
শনিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মেলা শুরু হয়। বেলা চারটায় মূলমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, সিলেট বইমেলা ধারাবাহিকভাবে আয়োজিত হওয়ায় এরই মধ্যে পাঠকদের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছে। করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও সংক্ষিপ্ত আয়োজনে দিনব্যাপী বইমেলা হলেও আগামী বছর থেকে আগের মতো পক্ষকালব্যাপী এ বইমেলা হবে বলেও তিনি বক্তৃতায় আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, কবি-গবেষক ড. মোস্তাক আহমাদ দীন এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি মইন উদ্দিন মনজু।
অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ।
উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘সিলেট মিরর’ সম্পাদক আহমেদ নূর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, কবি এ কে শেরাম, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, ছড়াকার বিধূভূষণ ভট্টাচার্য, গল্পকার জামান মাহবুব, রসসাহিত্যিক মনোজবিকাশ দেবরায়, নাট্যব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন রনি ও শামসুল বাসিত শেরো, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত, আবৃত্তিকার আনোয়ার লাভলু, কবি পুলিন রায় ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব প্রমুখ।
আরও পড়ুন- মৌলভীবাজার জেলা খেলাঘরের আহ্বায়ক কমিটি গঠন
সাংস্কৃতিক অনুষ্ঠান
আলোচনা পর্বের পর ফারিয়া খানম শ্রেয়ার সঞ্চালনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে আবৃত্তিকার আনোয়ার লাভলু, বাউল বশিরউদ্দিন সরকার, শিল্পী লিংকন দাশ ও আশরাফুল ইসলাম অনি প্রমুখ আবৃত্তি ও গান পরিবেশন করেন।
এ ছাড়া ছন্দ নৃত্যালয়, মুক্তাক্ষর, লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ও একদল ফিনিক্সসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশ নেয়। রাতে সমাপণী বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি হুমাইরা জাকিয়া পুতুল।
সাংস্কৃতিক পর্বের অনুভূতি প্রকাশ
সাংস্কৃতিক পর্বের ফাঁকে বইমেলা নিয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরশ আলী, কবি নৃপেন্দ্র লাল দাশ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট গীতিকার শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, বিটিভি সিলেটের প্রতিনিধি ও সমাজ অনুশীলন সিলেটের সদস্যসচিব মুক্তাদীর আহমদ, মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষক ও সাংবাদিক অপূর্ব শর্মা, গল্পকার তাপসী চক্রবর্তী লিপি, লোকগবেষক পার্থ তালুকদার, কবি ও গীতিকার আশফাক রহমান ও কবি আয়েশা মুন্নী।
আরও পড়ুন- মনু নদী উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার
বইমেলায় অংশগ্রহণ করে ১৭টি স্টল
বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো হচ্ছে প্রথমা, কথাপ্রকাশ, অন্বেষা প্রকাশন, উৎস প্রকাশন, চৈতন্য, নাগরী, বাবুই, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অভ্র প্রকাশন, বুনন প্রকাশন, মাছরাঙা প্রকাশন, নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স, জসিম বুক হাউস ও নিধি প্রকাশনী। এর বাইরে প্রথম আলো বন্ধুসভারও একটি স্টল মেলায় ছিল।
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার