Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৪ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২১:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০২২

মনু নদী উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

প্রায় ৯৯৬ কোটি টাকা ব্যয়ে চলছে মৌলভীবাজারের মনু নদী উন্নয়ন প্রকল্পের কাজ। শুক্রবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বাঁশতলা এবং কুলাউড়া উপজেলার রাজাপুরে মনু নদী প্রকল্পের কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহিরুল হক, নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

৯৯৬ কোটি টাকার মনুনদী প্রকল্পের মধ্যে রয়েছে নদী খনন, নদীর পার সংস্কার, শহর রক্ষা বাঁধ নির্মাণ, আরসিসি ব্লক, জিওব্যাগ স্থাপন ইত্যাদি।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়ির সচিব কবির বিন আনোয়ার বলেন, মনুনদী প্রকল্পের শতভাগ গুণগতমান যেন নিশ্চিত হয়, সেটা দেখা হচ্ছে। মানুষ যেন বন্যা আক্রান্ত না হয়, নদী ভাঙ্গণ দেখা না দেয়- সেজন্য সরকার সারাদেশে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।    

৯৯৬ কোটি টাকার প্রকল্পে যা আছে

‘পুরো মৌলভীবাজার ও শহরকে বন্যার কবল থেকে রক্ষায় ৯৯৬ কোটি টাকার মনু নদী প্রকল্প। মনু নদের ৭৪ কিলোমিটার বাংলাদেশ অংশে ঘুরেফিরে ৬৭টি স্থানে ভাঙন দেখা দেয়। ভাঙন থেকে রক্ষার জন্য একটা সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

‘মনু নদীর ভাঙন প্রতিরোধ মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা প্রকল্প’ । এ প্রকল্পে উল্লেখযোগ্য কাজগুলো হলো-

• মৌলভীবাজার শহরে আড়াই কিলোমিটার দীর্ঘ ফ্লাড ওয়াল নির্মাণ।
• ৬৭ স্থানে ৩০ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্য সিসি ব্লক।
• ৮৫ কিলোমিটার বাঁধ মেরামত। শহরের সেন্ট্রাল রোডে ফ্লাড ওয়াল উঁচু করা হবে। নীচে শীট ফাইলিং হবে। যাতে নীচ দিয়ে পানি প্রবেশ না করে।
• নদী খনন
• নদীর বিভিন্ন স্থানে চর জেগেছে। এরকম ৩৫টি চর ড্রেজিং করা হবে।
• শহরাংশে কুসুমবাগ এলাকার এসআর প্লাজা এলাকা থেকে শাহবন্দর পর্যন্ত আড়াই কিলোমিটার ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে। ফলে এই অংশে আর বন্যায় ভাঙ্গন দেখা দেবেনা। বন্যার পানি থেকে শহর নিরাপদ হয়ে যাবে।
• শহর প্রতিরক্ষা বাঁধে ২ কোটি ১১ লাখ টাকার চলমান বন্যার পানি থেকে মৌলভীবাজার শহর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সৈয়ারপুর মসজিদ থেকে বিট অফিস পর্যন্ত ১৫৮ মিটার দীর্ঘ আরসিসি বন্যা প্রতিরক্ষা দেয়ালের কাজ চলমান আছে। 

ইতোপূর্বে ১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে চাঁদনীঘাট থেকে সৈয়ারপুর মসজিদ পর্যন্ত ১২৭ মিটার দীর্ঘ প্রতিরক্ষা দেয়ালের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে ।

মৌলভীবাজার শহরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী  বলেন, একটা সময় আমরা যেখানে ভাঙন দেখা দিতো। শুধু সেখানেই কাজ করতাম। অবার অন্যদিকে ভাঙন দেখা দিতো। এখন সামগ্রিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া স্থায়ী সমাধান হবে। আমরা যে উন্নত দেশের দিকে যাচ্ছি, মনু নদ প্রকল্প তারই প্রমাণ।

আইনিউজ ভিডিও

ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ