নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২২
গণটিকা কার্যক্রম
মৌলভীবাজারে একদিনে দেওয়া হলো দেড় লাখ ডোজ টিকা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে শনিবার দেশব্যাপী চলেছে গণটিকা কার্যক্রম। এদিন মৌলভীবাজার জেলায় প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলিয়ে প্রায় দেড় লাখ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে।
জেলায় এদিন দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ও সিনোভ্যাক, ফাইজার, জনসন এন্ড জনসন এবং মডার্নার টিকা। সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো টিকাদান বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলিয়ে ১ লাখ ৪৮ হাজার ১১ ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজারে শনিবার করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫২৮ জনকে। এর মধ্যে পুরুষ ৬৬ হাজার ৩৩৬ জন এবং মহিলা ৬৯ হাজার ১৯২ জন ছিলেন।
করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৭১২ জনকে। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮৫১ জন এবং মহিলা ৫ হাজার ৮৬১ জন ছিলেন।
এছাড়া বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৭৭১ জনকে। এর মধ্যে পুরুষ ৪১৭ জন এবং মহিলা ৩৫৪ জন ছিলেন।
আরও পড়ুন- দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি
গণটিকাদান চলবে আরো দুদিন
করোনাভাইরাস রোধে চলমান গণটিকা কার্যক্রম আরো দুদিন চলবে। ফলে যারা এখনো টিকা নেননি তারা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিকটস্থ বুথে গিয়ে টিকা নিতে পারবেন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানুষের বিপুল আগ্রহের কারণে গণটিকার মেয়াদ আরো দুদিন বাড়ছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- কাজী হাবিবুল আউয়ালকে সিইসি করে নতুন নির্বাচন কমিশন গঠন
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে। যদিও ২২ ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টি কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























