Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৩, ১ জুলাই ২০২২

সুনামগঞ্জে দুর্গতদের ঘরে বিলাস পরিবারে ত্রাণ সহায়তা

বন্যায় মানবেতর জীবনযাপন করছে সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের মানুষ। এ অবস্থায় ত্রাণ সহায়তা নিয়ে বন্যা কবলিত মানুষের মাঝে মানবিক সহয়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন নানাজন। বরাবরের মতো মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের ‘বিলাস পরিবার’।  

সুনামগঞ্জে দুর্গতদের ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বিলাস। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর, মানিকটিলা, পূর্বপাড়া, পেণ্ডপ, রামজীবনপুর, কানদেবপুর, উজ্জ্বলপুর, সাহেবনগর, রসুলপুর এলাকায় ১০০০ বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

বিলাসের পরিচালক মো. সোহাদ বলেন- আমরা টানা তিনদিন সুনামগঞ্জের তাহিরপুরে ছিলাম। নৌকায় নিয়ে রিমোট এলাকায় গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছি। নৌকায় রাত্রিযাপন করেছি। যেসব এলাকায় এখনও কেউ যায়ন, আমরা সেসব এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছি। বিশুদ্ধ পানি, খাদ্যদ্রব্য, মুড়ি, বিস্কুট, বাচ্চাদের জন্য দুধ, জামা-প্যান্ট, শাড়ি-লুঙ্গি দিয়েছি। রান্না করার জন্য তেল-মসলাও দিয়েছি। ঘর বানানোর জন্য নগদ অর্থ দিয়েছি। 

বিলাসের অন্যতম পরিচালক সুমন আহমদ বলেন- বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা সবসময় ছিলাম। এবারও আমরা সাধ্যমতো ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন প্রান্তে বন্যা দুর্গতদের মধ্যে আমাদের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

বাজারে নদীর বিশাল চিতল মাছ

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ