আই নিউজ প্রতিবেদক
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবনে ৯.৪ ডিগ্রি
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবনে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপরেই আজ সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গলে গতকাল মঙ্গলবারের চেয়ে আজ এক ডিগ্রি কম ছিল তাপমাত্রা।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড কয়রা হয়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনিসুর রহমান তা নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল নয়টায় শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড কয়রা হয়েছিল। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই প্রতিবেদন লেখার সময় শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে দুই কিলোমিটার বেগে মৃদু হাওয়া বইছে।
তবে, গতকাল রোদের দেখা মিললেও আজ মৌলভীবাজার, শ্রীমঙ্গলে সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ।
গত কয়েকদিনের তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। তাছাড়া, চা বাগান এলাকাগুলোতে তুলনামূলক বেশি শীত থাকায় পিছিয়ে থাকা চা জনগোষ্ঠীর মানুষকেও তীব্র ঠাণ্ডায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি দিনমজুর মানুষরা বের হতে পারছেন কাজের সন্ধানে।
বুধবার সকালে চৌমোহনা পয়েন্ট থেকে কাজের জন্য এসেও বাসায় ফিরে যাচ্ছিলেন দিনমজুর রফিক মিয়া। কারণ, জানতে চাইলে তিনি বলেন, ভেবেছিলাম কালকের (মঙ্গলবার) মতো রোদ উঠব, কাজে যাইতাম পারমু। কিন্তু, বেইল (বেলা) এগারোটা বাজি গেছে, সূর্যের দেখা নাই। ঠাণ্ডাও কমতেছে না। এইজন্য বাসায় চলে যাচ্ছি। এই শীতে কাজ করলে অসুখ (অসুস্থ) হলে বিছানায় পড়তে হবে।
মৌলভীবাজার সদর হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিনের ঠাণ্ডায় হাসপাতালে বেড়েছে ঠাণ্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা তীব্র শীতে নাকাল হয়ে যাচ্ছেন। এমন অবস্থায় ঠাণ্ডায় শিশু ও বৃদ্ধদের সাবধানে থাকতে বলা হয়েছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের